ঝিনাইদহের শৈলকুপার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা গুলিসহ শামসুজ্জামান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। বুধবার রাতে সিপিসি-২, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে থাকে অস্ত্রগুলি সহ আটক করে শৈলকূপা থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি মোঃ শফিউল ইসলাম চৌধুরী জানান র্যাব সদস্যরা মনিরুজ্জামান নামে এক সন্ত্রাসীকে অস্ত্রগুলি সহ আটক করে থানায় হস্তান্তর করেছে সত্য। আটককৃত ব্যক্তিকে অস্ত্র মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।