মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকা- থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই। এমনই একজন ঝিনাইদহ কালীগঞ্জের এমদাদুল হক। মধ্যবিত্ত এক পরিবারে জন্ম হয় কাজী এমদাদুল হকের। বাবা মারা যাওয়ায় এইচএসসি’র পর লেখাপড়া ও ঠিকমত করতে পারেনি। তাকে সংসারের হাল ধরতে হয়েছে বলেই লেখাপড়া করিয়েছেন ছোট ভাইদের। সামর্থ্য অনুযায়ী সমাজ ও প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুরের কাজী আবদুল ওয়াহেদের ছেলে এমদাদুল হকের। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এলাকায় ৪টি নাইট স্কুল প্রতিষ্ঠাতা করেছেন তিনি। তার প্রচেষ্টায় চারটি গ্রামের মানুষ নিরক্ষরতামুক্ত হয়েছে অনেকেই। বিনামূল্যে পরীক্ষা করিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস। কম খরচে চাষাবাদ ও নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের বাড়িতে বাড়িতে পরিবেশ বান্ধব জৈব সার ও জৈব কীটনাশক তৈরির প্রশিক্ষন দিচ্ছেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতি বছর। ঈদে নাইট স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ও ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র, করোনার সময় মাইকিং করে জনগনের সচেতন করা, মাকস বিতারন,কৃৃষকদের মাথাল প্রদান, খেজুর গাছ তোলা ৬০ জন গাছিদের ঠোলা বিতরণ করেছেন, গুড়ে চিনি ও কেমিক্যাল না মিশিয়ে ভাল গুড় তৈরির জন গাছিদের পরামর্শ দিচ্ছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি শিকার রোধে গাছে গাছে ঠিলে বেঁধে দিয়েছেন। সবগুলো কাজ করছেন বাবার নামে গড়া কাজী আবদুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যানারে। সমাজ উন্নয়ন ও জনকল্যাণ মূলক কিছু করাই যেন শিক্ষিত যুবক এমদাদের নেশায় পরিনত হয়েছে। এছাড়াও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করে উৎসাহ দিয়ে থাকেন। রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে মাতার (টোপর) বা মাথাল দিয়ে কৃষকদের উৎসাহ দিয়ে থাকেন ও কিটনাশক ছাড়াই ফসল চাষ করার জন্য বিভিন্ন বৈঠক করেন কৃষকদের নিয়ে। অপরদিকে পরিবারের অস্বচ্ছলতার কারণে তাকে বাড়িতে ও নিজের জমিতে অনেক কাজ করতে হয়। এরপর রাতে বয়স্ক স্কুল চালাতে কষ্ট হওয়াটা স্বাভাবিক। তারপরও সামাজিক দায়বদ্ধতায় বিবেকের তাড়নায় নৈশ বিদ্যালয় পরিচালনাসহ বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছেন। নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশই বয়স্কো ও অশিক্ষিত। তবে তাদের সবারই মনোভাব উদার রয়েছে। তিনি পরিবেশ সুরক্ষা, স্বেচ্ছায় রক্তদানকর্মসূচি,মাদকবিরোধী র্যালি,বৃক্ষরোপণ,চাষে কৃষকদেরকে পরামর্শ প্রদান,বাল্যবিবাহ রোধসহ সমাজ সচেতনতামূলক বিভিন্ন ধরনের কাজে প্রায় ২ যুগ ধরে আগে থেকে এমদাদ নেতৃত্ব প্রদান করে আসছেন। এই সুনাম এখনও গ্রামের মানুষের মুখে মুখে। তেমনটাই তার বাবার মতই স্বভাব পেয়েছেন এমদাদ। লেখাপড়া শেষ করে কাজী এমদাদ হোসেন খুলনায় একটি ওষুধ কোম্পানীতে চাকরী করতেন। ওই চাকরী তার ভাল লাগেনি। চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন বাড়িতে। গ্রামের দরিদ্র অসহায় মানুষের বিপদ আপদে তাদের পাশে গিয়ে সাহায্যে হাত বাড়িয়ে দেন তিনি। নিরক্ষর দরিদ্র মানুষের সাহায্যে করতে গিয়ে এমদাদের মনে হয়েছে অক্ষরজ্ঞানহীন এসব দরিদ্র মানুষদের শিক্ষা সচেতন করা বেশি প্রয়োজন। প্রথমে তিনি নিজের গ্রাম দৌলতপুর প্রাইমারি স্কুলের একটি কক্ষে বয়স্কদের নাইট স্কুল চালু করেন। গ্রামের নিরক্ষর মানুষের লেখাপড়া শেখার প্রয়োজন সম্পর্কে বুঝিয়ে তাদের স্কুলে আনতে শুরু করেন। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় ও স্বাস্থ্য সচেতনেতামূলক শিক্ষা দিচ্ছেন তাদের। এমদাদ পার্শ¦বর্তী খালকুলা, রঘুনাথপুর ও কাকলাশ গ্রামে ৪টি নাইট স্কুল চালু করেছেন।কাজী এমদাদ হোসেন বলেন, তার চারটি নাইট স্কুলে বয়স্ক শিক্ষার্থী লেখাপড়া করছেন। শিক্ষার্থীদের বই খাতা, শ্লেট, হারিকেন, বিদ্যুত বিলসহ স্কুলের যাবতীয় খরচ বহন করেন তিনি নিজেই। এলাকায় শিক্ষকতা করে প্রতি মাসে কিছু টাকা আয় হয়। সে অর্থ দিয়ে ৪টি নাইট স্কুলের জন্য খরচ বহন করেন। তিনি এলাকায় অন্তত ৩০ হাজারের বেশি বনজ ও ফলদ গাছ এবং ২৫ হাজার তালের আঁটি রোপণ করেছেন। এ ব্যাপরে কাজী এমদাদ বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে ও মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তাই আমি মানুষকে এত ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়। কেউ কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি না। আমার মন কাঁদে। তাই হয়তো তার পাশে থাকার চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন নিঃশ্বার্থ ভাবে মানুষের পাশে থাকতে পারি।