ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দিনব্যাপী এ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে মাসব্যাপী প্রশিক্ষন প্রদানের জন্য ৩০ জন সেরা খেলোয়াড়কে বাছাই করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ- কলেজ প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ড চাকমা। জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি ফাউন্ডেশনের সভাপতি ও চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, এবিআরএমএসসির এইসি (অব.) অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহবুদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থ’ার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এফ এম মোরশেদ উল আলম। এর আগে সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।