দিনাজপুরের কাহারোল উপজেলার বেশ কিছু আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের এবং তিন ফসলি জমির পাশে গড়ে ওঠা ইট ভাটার বিষাক্ত কালো ধোয়ায় ফসল,পরিবেশ ও স্বাস্থ্যর ঝুকি বাড়ছে। বেশির ভাগ ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও চলছে ইট প্রস্তুুত ও বিক্রি। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১০টি ভাঁটা রয়েছে। ১নং ডাবোর ইউনিয়নে ২টি, ৩নং মুকুন্দপুর ইউনিয়নে ৩টি, ৪ নং তাড়গাঁও ইউনিয়নে ১টি, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে ২টি ও ৫নং সুন্দরপুর ইউনিয়নে রয়েছে ২টি। উপজেলার নাম প্রকাশ না করা সত্বে কৃষকেরা বলেন, লোকালয় ঘেঁসে আবাদি জমি এইভাবে ইটভাটার বিপক্ষে এলাকার কৃষকেরাও। কিন্তু ভাটার মালিকরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছে না। এভাবে ফসলি জমির মাঠের পাশে ভাঁটা হলে অন্য জমিতে কৃষি আবাদ হুমকির মুখে পড়বে। তখনই ভাটার মালিককে এমনিতেই জমি ছেড়ে দিতে হবে। জানা গেছে নিয়ম নীতি না মেনে গড়ে ওঠা কিছু ইট ভাটার কারণে হুমকির মুখে যেমন পরিবেশ অন্য দিকে ইটভাটায় সঠিক সাইজের ইট প্রস্তুুত না করে ক্রেতা সাধারণের প্রতারণা করছেন কিছু অসাধু ইট ভাটার মালিক। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবিশ বলেন, যেহেতু ইট ভাটার চিমনি অনেক উচুতে থাকে সেক্ষেত্রে কৃষি খাতে এর ক্ষতির প্রভাবের পরিমাণটা বলা কঠিন।তবে ইট ভাটার বিষাক্ত কালো ধোয়া বায়ুমন্ডলে মিশিয়ে পরিবেশের ক্ষতি করে।