বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পার্বতীপুর হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনে মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পৌর মেয়র ও উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অধ্যক্ষ আবদুর রাজ্জার সরদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকশাসানা বারি রুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান ও সরকারি বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু এহিয়া কুসুমসহ অভিভাবকগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।