দিনাজপুরের চিরিরবন্দরে পাওয়া বৃদ্ধা মোশরেফা ৪৮ ঘন্টাপর খুঁজে পেল তাঁর আপন ঠিকানা। জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি শনিবার উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে অবস্থান করছিলেন মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধা মোশরেফা (৫০)। তাঁর নিকট পরিচয় জানতে চাইলে তিনি তাঁর নাম মোছা. মোশরেফা স্বামী মৃত বরাত শাহ এবং মৌপুর এলাকায় তার বাড়ি বলে জানান। এ ছাড়া তিনি আর বেশি কিছু জানাতে পারেননি। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. লায়লা বানু ও সাংবাদিক এনামুল মবিন (সবুজ) বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে ওই বৃদ্ধার ছবি ও তথ্য পাঠিয়ে দিয়ে তাঁর পরিচয় সনাক্তের চেষ্টা করেন। অবশেষে তাদের প্রচেষ্টায় ও সহযোগিতায় বৃদ্ধা মোশরেফা ৪৮ ঘন্টা পর ফিরে পান তাঁর আপন পরিবারের ঠিকানা ও সদস্যদের। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা মো. মোশারফ হোসেন ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করেন। গত ১০ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১১টায় ওই বৃদ্ধাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. লায়লা বানু ও সাংবাদিক এনামুল মবিন (সবুজ)। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. লায়লা বানু তার পড়নের পরিহিত চাদরসহ একটি কম্বল বৃদ্ধা মোশরেফাকে উপহার প্রদান করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা জানান, গত ৮ ফেব্রুয়ারি বৃদ্ধা মোশরেফা মেয়ে-জামাইয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাঁকে বিভিন্ন স্থানে অনেক খুঁজেছি। শহরের বিভিন্ন স্থানে মাইকিংও করেছি। তারপরেও কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ছবি দেখে তার অবস্থান আমাদেরকে এক ভাই জানান। অবশেষে এখানে এসে আমরা তাঁকে খুঁজে পেলাম। তারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. লায়লা বানু ও সাংবাদিক এনামুল মবিন (সবুজ) কে ধন্যবাদ জানান।