দিনাজপুরের চিরিরবন্দরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি রোববার বেলা ১১ টা হতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো. ইকবাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ, বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. লায়লা বানু, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ¦ জিয়াউল হক প্রমূখ বক্তব্য রাখেন। শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।