দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে পুরো দমে চলছে বোরো রোপনের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো চাষিরা মাঠে ব্যস্ত সময় পার করছেন। গত কাল কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠে মাঠে বোরো চাষিদের জমিতে হাল চাষ করছেন এবং মহিলা ও পুরুষ শ্রমিকেরা ধানের চারা রোপন করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলিতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ৫ শত ৫১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। তার মধ্যে উফসী জাতের ৪ হাজার ৮ শত ৯১ হেক্টর জমিতে বোরো চাষ ও হাইব্রিট জাতের ৬ শত ৬০ হেক্টর জমিতে বোরো চাষ করা হবে। উপজেলার ঈশানপুর গ্রামের কৃষক মফিজ উদ্দীন বলেন, গত বছরের তুলনায় এবার বোরো ধান লাগাতে ১০/১২ দিন পিছিয়ে লাগাতে হচ্ছে। কুয়াশার কারণে বীজ তোলা থেকে বীজগুলি বড় না হওয়ার করাণে দেরি হচ্ছে ধান লাগানোর। তিনি জানান, এবার ৮ একর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান রপন করছেন। একই এলাকার কৃষক শামসুল ইসলাম বলেন, তিনি এবার ৭ একর জমিতে বিভিন্ন উন্নত জাতের বোরো ধান চাষ করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী শেহান বিশ বলেন, উপজেলায় পুরো দমে বোরো ধান চাষ শুরু হয়েছে। কৃষকেরা মাঠে বোরো ধান রোপনে ব্যস্ত রয়েছেন। তিনি আরো বলেন, কৃষি বিভাগের পক্ষ হতে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। সংশিলিষ্ট ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করছেন।