শুক্রবার (৮ ফ্রেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে পৌরশহরের আমতলার পাড় এলাকার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছে ৫৩ বছর।
সাংবাদিক স্বপন দাস আশির দশকের দিকে বরগুনার একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ‘ভোরের পাতা’র জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত অবস্থায় বরগুনা প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। স্বপন দাস দীর্ঘদিন শ্বাসকস্ট সহ বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী ছিলেন।
স্বপন দাসের মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, এছাড়াও বরগুনার পৌর মেয়র, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বরগুনা সকল সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, স্বপন দাস ছিলেন জেলার খ্যাতিমান একজন সাংবাদিক। তার কলমে ফুটে উঠেছে জন দুর্ভোগ, দুর্নীতি-অসঙ্গতি, নাগরিক সমস্যা ও সম্ভাবনার নানান চিত্র। তার মৃত্যুতে বরগুনা সাংবাদিক অঙ্গনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাসের মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার সকাল ৯ টায় প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রেসক্লাবের সকল সদস্য, সহযোগী সদস্য- সংবাদকর্মীগন ৩ দিন কালো ব্যাচ ধারণ করবেন। এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।