শৈলকুপার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খাইরুল ইসলাম নামের ব্যক্তি মটোর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা গেছে বলে জানা গেছে। নিহত শিক্ষকের বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় শৈলকূপা হাট ফাজিলপুর সড়কের মদন পুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় শহীদুল নামের এক ব্যক্তি জানান আহত অবস্থায় আমরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শৈলকূপ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বলেন মোটরসাইকেল দুর্ঘটনায় হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম নামের একজন মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।