নওগাঁর মহাদেবপুরে নারীর মরদেহে হত্যার আলামত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কিন্তু তার ব্যাপারে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় হত্যা মামলা রুজু হয়নি। পুলিশ বলছে প্রমাণ পেলে যে কোন সময় মামলা হতে পারে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাদেবপুর থানা পুলিশ উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় নিজ বাড়ি থেকে নারগিস বেগম (৪৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি উপজেলার চকদৌলত গ্রামের প্রয়াত পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিনের মেয়ে। মডেল স্কুল মোড়ের ওই বাড়িতে নারগিস বেগম ও তার মা মেরিনা বেওয়া বসবাস করতেন। মা মেরিনা বেওয়ার ভাষ্য হলো, বাড়িতে তারা মা-মেয়ে ছিলেন। গেট বন্ধ ছিল। মঙ্গলবার ভোরে তিনি ফজরের নামাজ শেষে পবিত্র কোরআন তেলওয়াত করার সময় তার মেয়ে নারগিস বেগমের গোঙ্গানির আওয়াজ শুনতে পান। দ্রুত তিনি বাথরুমে গিয়ে নারগিসকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। প্রায় ছয় বছর আগে উপজেলা সদরের ঘোষপাড়ার স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৭) সাথে নারগিস বেগমের বিয়ে হয়। আনোয়ার হোসেনের আগের পক্ষের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ছয় বছরেও নারগিস বেগমের কোন সন্তান না হওয়ায় তিন মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আনোয়ারের সমস্ত জমিজমা তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে মেয়েরা লিখে নেন। একমাস আগে আনোয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই নারগিস অস্বাভাবিক ভারসাম্যহীন আচরণ করতে থাকেন। এরই জের ধরে নারগিস বেগম নিজের গলায় হাসুয়া চালিয়ে আত্মহত্যা করেছেন বলে তার মা মেরিনা বেওয়ার ধারনা। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় পর পর তিন জায়গায় হাসুয়া দিয়ে ফোঁচানোর চিহ্ন রয়েছে। এরমধ্যে একটিতে গভীর ক্ষত হয়েছে। নারগিস বেগম নিজে নিজেই হাসুয়া চালিয়ে আত্মহত্যা করতে চাইলে এতগুলো দাগ হতোনা। আবার এতবড় ক্ষতও হতোনা। ঘটনার পরপরই মেরিনা বেগম ব্যবহৃত হাসুয়ার রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলেন। প্রতিবেসীরা জানান, নারগিস বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার অস্বাভাবিক আচরণ সহ্য করতে না পেরে তার মা নারগিসকে প্রায়ই মারপিট করতেন। এমনকি একবার তার গলায় ওড়না পেঁচিয়ে ধরেছিলেন বলেও প্রতিবেসীরা জানান। মা মেরিনা বেগম অবশ্য এসব অস্বীকার করেন। তবে সাম্প্রতিক ঘটনায় তার পাগলামো অনেক বেড়ে গিয়েছিল। এজন্য তিনি বিভিন্ন সময় ডাক্তারের স্মরণাপন্য হয়েছেন বলে জানান। বিষয়টি এখন মহাদেবপুরে ট্যক অব দ্য টাউনে পরিণত হয়েছে। মরদেহের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন এটা আত্মহত্যা হতেই পারেনা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি এন্ট্রি করে ব্যাপক তদন্ত করা হচ্ছে। যে কোন সময় মামলা রুজু হতে পারে।