দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মোঃ আসাদুজ্জামান বলেন, আপনার ভালো থাকলে আমরা ভালো থাকব। আমরা বলতে পুরো দেশ ভালো থাকবো। আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে পুরো দেশ অসুস্থ হয়ে থাকবে। সোয়াবিন তেল আমাদের আমদানি করতে হয়। আর সরিষার তেল আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। তাই আমরা সরিষা চাষ করে আমাদের সরিষা উৎপাদনে সহায়তা করতে পারি। ইতোমধ্যে সরিষার অনেক জাত উদ্ভাবন হয়েছে। বিনা ও বারি থেকে এ জাতগুলো উদ্ভাবন করা হয়। ইতঃপূর্বে আমরা এস্থানে আপনাদের সাথে সরিষা অবহিত সভা করেছি, আজ মাঠ দিবস করছি। আজ আমরা উৎপাদন কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ অবগত হচ্ছি। সরিষা উৎপাদনে খরচ অনেক কম এবং স্বল্প সময়ে অনেক বেশি লাভ হয়। তিনি আরো বলেন, আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের প্রকল্পের উদ্দেশ্য আগে যে জমিতে ২ টি ফসল চাষ হইতো সেই জমিতে আমরা ৩টি ফসল চাষ করতে পারি। আবার যে জমিতে ৩ টি ফসল চাষ হত, সেই জমিতে কিভাবে ৪ টি ফসল উৎপাদন করতে পারি। যেমন, আমাদের এখন রঙ্গিন ফুল কপি চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বারো মাসি আমের জাত উদ্ভাবন হয়েছে, কাঁঠালের জাত উদ্ভাবন হয়েছে, বছরে আমরা ৩ বার ফসল পেতে পারি। বর্তমান সরকারের নিরলস সহযোগিতায় আমাদের কৃষি বিজ্ঞানীরা কাজ করে চলছে। বুধবার বিকেলে দিনাজপুরের বিরলে ২০২৩-২৪ অর্থবছরে "দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের" আওতায় বিনা সরিষা ০৯ এর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মোঃ আসাদুজ্জামান এসব কথা বলেন। বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প মুল্যায়ন কর্মকর্তা মশিউর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর সুমঙ্গল চন্দ্র রায়, ফরক্কাবাদ ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মুক্তাদির আলম, ভুপেন্দ্র নাথ শীল। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, তেল ফসল উৎপাদনকারী বিনা সরিষা ০৯ চাষাবাদকারী কৃষক আবদুল জব্বার।