পিরোজপুরের নাজিরপুরে ট্রলার সহ আন্ত: জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বুধবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ-সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো-বরিশালের বানারিপাড়া উপজেলার মরিচাবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে শুভংকর ওরফে শুভ চক্রবর্তী (৩৫), রবগুনা জেলার সদও উপজেলার বড়ইতালা খারাকান্দা গ্রামের জব্বর সিকদারের ছেলে মো. বারেক সিকদার(৩৯) এবং একই জেলা ও উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম শিকদারের ছেলে মো. সেলিম সিকদার (৫৩)। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের উপজেলার বৈঠাকাটা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে তাদের বহনকরা একটি ট্রলার আটক করা হয়। ঢাকার মিরপুর সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি সহ বিভিন্ন দস্যুতার অভিযোগে গ্রেপ্তারকৃত শুভংকরের নামে ৮টি, বারেক সিকদারের ৪ টি, সেলিম সিকাদারের নামে ৬টি মামলা রয়েছে। ওই সব মামলার কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতরা এলাকায় ডাকাতির জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিলো।