আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান যুবলীগ নেত্রী সমাজসেবী সারমিন আহমেদ পলি। আগামী মে মাসে শুরু হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ। সারমিন আহমেদ পলি একজন শিক্ষিত, দক্ষ, মেধাবী নারী নেত্রী। পেশায় তিনি একজন কলেজ শিক্ষক। দুর্গাপুর উপজেলার শহীদ আবুল কাশেম স্কুল এ- কলেজের মনোবিজ্ঞান বিভাগে প্রদর্শক পদে কর্মরত রয়েছেন। সারমিন আহমেদ পলি তার মেধার বিকাশ ঘটিয়ে রাজনৈতিক দক্ষতা ও অভিজ্ঞতায় সুনামের সাথে দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগের মহিলা সম্পাদিকা পদে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন তিনি নিয়মিত। যার নেতৃত্বে উপজেলার নারী সমাজ আজ জাগ্রত। রাজনৈতিক সংগঠনের নারী নেত্রী হিসাবে সমাজে রয়েছে তার বিশেষ পরিচিতি। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাটে-ঘাটে চায়ের দোকানে যেখানেই লোক একত্রে হচ্ছে সেখানেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের আলোচনা, কে হচ্ছেন প্রার্থী। তিনি তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সারমিন আহম্মেদ পলি বলেন, আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ও আমি দুর্গাপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন দুর্গাপুর উপজেলাবাসি। সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি দুর্গাপুর উপজেলার দলীয় নেতাকর্মী সহ সকলের দোয়া, আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সারমিন আহম্মেদ পলি জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি নির্বাচিত হতে পারলে দুর্গাপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।