দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাস চাপায় যাত্রীবাহি চার্জার ভ্যান চালক ও ২ জন মধু ব্যবসায়ি পথচারীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ দূর্ঘটনাটি আজ ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার রানীরবন্দরে বাসস্টান্ডে ঘটেছে। প্রত্যক্ষদর্শি জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামি দ্রুতগতির বিআরটিসির একটি বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২ টি যাত্রীবাহি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে এ সময় ২ ভ্যানচালক ও দাঁড়িয়ে থাকা ২ জন মধু ব্যবসায়ি পথচারী ঘটনাস্থলে নিহত হয় ও কমপক্ষে ৮ জন আহত হয়। নিহতরা হলেন-খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের প্লানের বাজারের মৃত ইসমাঈল হোসেনের ছেলে রিকশা চালক নজুরুল ইসলাম নজু (৪৫), একই ইউনিয়নের বটতলীর মৃত আজিম উদ্দিনের ছেলে আবদুল মজিদ (৪০), টেকনাফ এর হরিখোলার মংসু চাকমার ছেলে লতাইয়া চাকমা (৫২), একই এলাকার ইসা এসং চাকমার ছেলে মাইন্দো চাকমা (৪৫)। আহতরা হলেন- খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের আবদুর রাজ্জাক (৪৫), স্থানীয় নশরতপুর গ্রামের যুথি আকতার (১৫), মধু ব্যবসায়ি দীপ চাকমা। বাকি কয়েকজনের নাম পাওয়া যায়নি। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় দুই ভ্যানচালক ও ২ জন মধু ব্যবসায়ি পথচারীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুর আলম, উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিন্নাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়। মরদেহগুলি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিআরটিসি বাসটি রেকার দিয়ে সরিয়ে দেয়া হয়েছে।