পাবনার সুজানগরে বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান অন্বেষণে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী ও সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ কাজেম উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলে উপস্থাপিত উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবিষ্কৃত বিজ্ঞান ও প্রযুক্তি সম্মত প্রকল্প ঘুরে দেখেন।