খুলনার ডুমুরিয়ায় 'স্বাস্হ্য,পুষ্টি সমৃদ্ধ চাই,নিরাপদ খাদ্যের বিকল্প নাই' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-'২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নবলোক'র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। নবলোক ও পিকেএসএফ'র কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল,এস.রফিকুল ইসলাম ও অরুন দেবনাথ, নবলোক'র এরিয়া ম্যানেজার মোঃ তুহিন খান প্রমূখ।আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।