দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সরকার দিলেও দেশে দুর্নীতি বাড়ছে। এমন তথ্য জার্মানির বার্নিল ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিদায়ী ২০২৩ সালের জন্য দুর্নীতির ধারণাসুচক প্রতিবেদনে উঠে এসেছে। সেই প্রতিবেদনে তথ্য অনুযায়ী, দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এর আগে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২ তম। তারা বলছে, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যে সব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশ দুর্নীতির মাত্রা বেশি। দুর্নীতির ধারণা-সুচকে দুর্নীতির সংজ্ঞা হচ্ছে, ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য ‘সরকারি ক্ষমতার অপব্যবহার’। আর ধারণাসুচক অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল ২০২৩ সালে। প্রতিবেদন অনুসারে; ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর টিআইয়ের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। অর্থাৎ ওই সময়ে দুর্নীতির মাত্রা বিশ্বের সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে। ওই পাঁচ বছরের মধ্যে ২০০১ সালে দেশে তিনটি সরকার ক্ষমতায় ছিল। বছরের শুরুর দিকে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, মাঝামাঝি সময়ে প্রায় তিন মাস ছিল তত্ত্বাবধায়ক সরকার। আর ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। দুর্নীতির বেশি এমন দেশের তালিকায় ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, পরের বছর সপ্তম। ২০০৮ সালে দশম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ অবস্থান ঘুরে ফিরে ১২ থেকে ১৭ এর মধ্যে ছিল। এবার তা ১০-এ নেমে এসেছে। অর্থাৎ ধারণা-সুচকে, দেশের দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। টিআইবির তথ্যানুসারে বাংলাদেশে দুর্নীতির অবস্থা হতাশাজনক। এবার বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন বলছে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের আরও অবনতি হয়েছে। টিআইবির তথ্য বাদ দিলেও বাংলাদেশে সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সরকারি ক্রয়, প্রকল্প চুক্তি ও প্রকল্প বাস্তবায়নে বেশি দুর্নীতি হচ্ছে বলে আলোচনা রয়েছে। অর্থপাঁচারের ব্যাপারে তথ্য প্রকাশ হলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। দুর্নীতির নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোতে রাজনৈতিক প্রভাব বেড়েছে। ঘুষ লেনদেন ও সরকারি অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। ব্যক্তিগত স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে। রাজনৈতিক প্রশাসনিক আর্থিকসহ বিভিন্ন ভাবে অর্জিত ক্ষমতাকে নিজের সম্পদ বিকাশে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের পর সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি যা বলে টিআইবিও তাই বলে। এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক স্বার্থ আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্ধ, সেখানে অবস্থানগত ভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান। ওখানে কারও স্বার্থ সর্ংক্ষনের জন্য এসব মন্তব্য করা হয়। এসব অপবাদ দেওয়া হয়। প্রতিবছরই দেখা যায়, যে দল ক্ষমতায় থাকে, তাদের কাছে এ প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে। একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারাই টিআইবির প্রতিবেদনের উদহরন দেন। অবস্থান পরিবর্তনের কারণে তাদের বক্তব্য পরিবর্তন হয়। কিন্তু কেউ খতিয়ে দেখেন না। আসলে দেশের দুর্নীতির অবস্থা কি বা তদন্ত করে দুর্নীতি নির্মূলের কোনো পদক্ষেপ নেন না।