রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবাসহ শামীম আহম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বাউশা ইউনিয়নের আড়পাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে। শামীম আহম্মেদ আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। এ সময় তার কাছে থেকে ৪৮ গ্রাম হেরোইন, ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল, ২টি সীম কার্ড জব্দ করা হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫। এ বিষয়ে বাঘা থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিক করেন ওসি আমিনুল ইসলাম।