স্বাধীনতার যুদ্ধের পরপরই দেশবিরোধী চক্ররা বাংলাদেশ দেশকে লন্ডভন্ড করার চেষ্টা করেছিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসিকতায় ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের আর্থ-সামাজিকসহ বিভিন্ন উন্নয়ন কাঠামো আবার ঘুরে দাঁড়িয়েছিল।
৫৬ বছরের আগের বাংলাদেশ আর এখন নেই। দেশ বিরোধীদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর জীবন গেলেই,বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে আছে। বঙ্গবন্ধুর আদর্শে তারই কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মননে দেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেই কথাগুলো বলেন,জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যেই আরো বলেন,সরকারী কর্মকর্তা-কর্মচারীরাসহ সকলে স্ব-স্ব জায়গায় থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলো বাস্তবায়ন হতে খুব বেশি দেরী হবেনা। আমি নিজের জন্য কাজ করিনা। কাজ করি দেশে ও দশের জন্য।
জেলা প্রশাসক শামীম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার নাজমুল হক,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।