রাজশাহীর বাগমারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী ((এমএল লালপতাকার) সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশসহ ভাগনদী ও ঝিকরা ক্যাম্পের সদস্যরা ঘটনাসস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে যোগ দিয়ে তাদেরকে প্রতিহতের চেষ্টা করে। জনতার রোষানলে পড়লে তারা পিছু হটতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগীতায় তারা নওগাঁঁর আত্রাই উপজেলার দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা সোহাগ (২৪) নামের তাদের এক সহপাটিকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে রেখে যায়। পরে পুলিশ নিহত সোহাগের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সোহাগের বাড়ি যশোহরের মনিরামপুর বলে জানা গেছে। পুলিশ ঘটনারস্থল থেকে দুইটি সিএনজিসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ((২ ফেব্রুয়ারী ) সকালে উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে গাওড়ার সঙ্গে স্থানীয় রহিদুল ইসলাম, রনি ও মসলেমসহ কয়েকজন ব্যক্তির সঙ্গে পুকুর ইজারা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
ওই বিরোধের জের ধরে নজরুল ইসলাম গাওড়া তার সহপার্টিদের সহযোগীতা কামনা করেন। রহিদুলসহ তার লোকজনকে শায়েস্তা করার জন্য শুক্রবার রাত ১০ টার দিকে কয়েকটি সিএনজি ও মাইক্রোবাসে করে একদল চরমপন্থীর সদস্যরা ওই এলাকায় ঢুকে পড়েন। স্থানীয়রা তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করেন। তাঁরা নজরুল ইসলামের পক্ষে অবস্থান নিয়ে প্রতিপক্ষের মসলেম নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করে। ওই ঘটনায় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয় এবং থানায় খবর দেওয়া হয়। নজরুল ও তাঁর ভাই নওশাদ আলী নিষিদ্ধ ঘোষিত দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, লালপতাকা) তালিকাভূক্ত সদস্য। তাঁরা আর্ট বাবুর নেতৃত্বে পাবনায় আত্মসমার্পন করেছিলেন।
এই ধরনের ঘটনা জানতে বাগমারা থানায় যোগাযোগ করা হলেও পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। নিহত সোহাগের বাড়ি যশোহরের মনিরামপুরের কারনেই এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। সে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে এলাকার লোককজন মনে করেছেন। ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছেন। হত্যার বদলা নিতে যে কোন সময় আবারো তারা সংগঠিত হয়ে এলাকায় হামলা করতে পারে বলে ধারনা করেছেন এলাকার লোকজন।
এ ব্যাপারে বাগমারা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার (এএসআই) শওকত আলীর কোন সহযোগীতা পাওয়া যায়নি। অপর দিকে অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের সাথে সরকারী মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।