আপনারা (জনগন) নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করায় দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মানুষের কল্যানে, অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি যেন মানুষের কল্যানে, মঙ্গলে, অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি।
আজ শুক্রবার বিকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি অজয় কুমার চ্যাটার্জী, পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।