আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ-তেঘরা, বিরল, দিনাজপুরের আয়োজনে ২ দিন ব্যাপী ৩য় বার্ষিক সালাফি কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবারব জুম'আ এর খুৎবায় সুদ ও ঘুষের পরিণতি বিষয় নিয়ে খুৎবা প্রদান করেন আল-জামিয়াহ আস-সালাফিয়্যাহ বাংলাদেশ এর মহাপরিচালক শায়েখ আবদুর রাযযাক বিন ইউসুফ।
এছাড়াও আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ তেঘরা, বিরল, দিনাজপুরে ১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার প্রথম দিন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এ- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর শায়খ ড. লোকমান হোসেন, ইসলামি আইন ও শরী'আহ বিভাগের প্রফেসর ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, সউদী আরব এর মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী ড. মুহাম্মদ মানযুরে ইলাহী, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের লিসান্স আকরামুযযামান বিন আবদুস সালাম, ঢাকা মিরপুরের দারুস সুন্নাহ মাদ্রাসা এর প্রিন্সিপাল আব্দুন নূর মাদানী, আল জামি'আহ আস-সালাফিয়্যাহ নারায়ণগঞ্জ রুপগঞ্জের অধ্যক্ষ আবদুল আলীম মাদানী, ভারতের মুর্শিবাদ এর বিশিষ্ট দা'ঈ ব্রাদার রাহুল হোসেন (রুহুল আমিন) বক্তব্য পেশ করেন এবং ২ ফেব্রুয়ারি শুক্রবার দ্বিতীয় দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইঞ্জিনিয়ার এনামুল হক, সউদী আরব এর মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী ড. রেজাউল করীম মাদানী, নারায়ণগঞ্জ চাষাড়া এর উত্তর চাষাড়া আহলে হাদিস জামে মসজিদের খতিব মাহমুদ বিন কাসিম, আল জামি'আহ আস-সালাফিয়্যাহ রাজশাহীর মুহাদ্দীছ হাসানুল বান্না মাদানী (ভারত), আবদুল কাদের মাদানী (ভারত), সউদী আরব এর মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অনার্স এর আব্দুল্লাহ বিন আবদুর রাযযাক, আল জামি'আহ আস-সালাফিয়্যাহ রাজশাহীর শিক্ষক আবদুল বারী বিন সোলায়মানসহ দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করবেন।