ঢাকাসহ সারাদেশে তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তীতে পড়েছে মানুষ। চলমান গ্যাস সংকটের কারণে একদিকে যেমন শিল্প, বাণিজ্য ও জাতীয় অর্থনীতি বড় ধরণের ঝুঁকিতে পড়েছে, অন্যদিকে মানুষের প্রাত্যহিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দিনরাতের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকে না, বিদ্যুতের লোডশেডিং ও আসা-যাওয়ার বিড়ম্বনার কারণে ইলেক্ট্রিক কিংবা ইন্ডাকশন চুলায় রান্নাবান্নার বিকল্প ব্যবস্থাও কাজে আসছে না। এ কারণে কর্মজীবী মানুষরা তিন বেলা ঠিক মতো খেতে পারছে না। গৃহিনীরা রাতের ঘুম বাদ দিয়ে মধ্যরাতে চুলায় গ্যাসের অপেক্ষায় বসে থাকে। যখন গ্যাস আসে তার চাপ এতই কম থাকে যে, রান্না শুরু না করতেই তা চলে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবী পরিবারগুলো। শিশু-কিশোরদের সকালের নাস্তা ও স্কুলের টিফিন, অফিসগামীদের নাস্তা এবং দুপুরের খাবার রান্না সম্ভব না হওয়ায় সামগ্রিকভাবে পরিবারের স্বাস্থ্য ও অর্থনীতিতে এর বিরূপ প্রভাব দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। গ্যাসের সমস্যা বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সে হিসেবে গ্যাসের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন সম্ভব না হলে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে এলএনজি আকারে গ্যাস আমদানি করতে হবে, যা দেশের অর্থনীতির জন্য আরো বড় ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতেরও দাম বাড়বে। কারণ দেশের প্রায় ৭০ ভাগ বিদ্যুৎ গ্যাস থেকে আসে। এদিকে এমন একসময়ে আন্তর্জাতিক প্রদর্শনী হতে চলেছে যখন দেশের বস্ত্র খাতে জ্বালানির সমস্যা প্রকট হয়ে ধরা দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না হলে বস্ত্র খাতে নতুন বিনিয়োগ হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। এক সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, এবারের প্রদর্শনীতে বিশ্বের প্রখ্যাত টেক্সটাইল মেশিনারি ম্যানুফ্যাকচারাররা অংশ নিচ্ছেন। তবে বিভিন্ন কারণে কিছুসংখ্যক কোম্পানিকে এবারের প্রদর্শনীতে নাও দেখা যেতে পারে। কোভিড-১৯ এবং তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। ডলার ও জ্বালানির সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতিতে একটি টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসবের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য অধিক সতর্ক থাকতে হবে। জ্বালানি বিভাগকে অবশ্যই বাস্তবসম্মত মহাপরিকল্পনা গ্রহণ করে গ্যাস উত্তোলন কার্যক্রম জোরদার করতে হবে। সরকারকে এ সংকট মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।