দেশে মাদকসেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বহুলপ্রচলিত মাদকের পাশাপাশি দেশে আসছে নতুন নতুন প্রাণঘাতী মাদক। দেড় যুগ আগেও এলএসডি, ব্রাউনি, আইস, এমডিএমএ-এর মতো ড্রাগ দেশের মানুষের কাছে অনেকটা অচেনা থাকলেও এগুলোর নাম এখন মাদকসেবনকারীদের মুখে মুখে। উদ্বেগের বিষয় হচ্ছে, এসব নেশায় পুরুষের পাশাপাশি নারী-শিশুদের আসক্তিও বাড়ছে। নগরের গণ্ডি ছাড়িয়ে এসব মাদক এখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকে দেশে শনাক্ত ৩০ ধরনের মাদকের মধ্যে শুধু সাত পদের যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, এর মূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া এসব মাদক দেশে ছড়িয়ে পড়া মোট মাদকের ২০-২৫ শতাংশের বেশি নয়। জানা যায়, বর্তমানে দেশে মাদকসেবনকারীর সংখ্যা ২ কোটির মতো। এর মধ্যে দেড় কোটি নিয়মিত এবং ৫০ লাখ অনিয়মিত। মাদকসেবনকারীরা গড়ে প্রতিদিন অন্তত ২০ কোটি টাকার মাদকসেবন করে, যা প্রতিবছরই বাড়ছে। এ ছাড়া মাদক লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাঁচার হচ্ছে বিদেশে। কেনাবেচায় ডার্ক ওয়েব ও বিটকয়েনের ব্যবহারও হচ্ছে। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) তথ্য অনুযায়ী, এখন মাদক ব্যবসায় জড়িত আছে ২০০ গডফাদার এবং ১ লাখ ৬৫ হাজার নেটওয়ার্ক। বছরে লেনদেন হয় অন্তত ৬০ হাজার কোটি টাকা। পরিতাপের বিষয়, পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটলেও মাদক নির্মূলে কার্যকর কোনো উদ্যোগ নেই। বরং মাদক প্রতিরোধে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, বর্তমানে মাদকের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মাদকচক্র বাংলাদেশকে এখন ‘সেফ রুট’ হিসাবে ব্যবহার করছে। মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই গডফাদারসহ উচ্চপর্যায়ের মাদক কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, তাদের হাতে গ্রেপ্তার হওয়াদের অধিকাংশই মাদকের ক্যারিয়ার (বাহক)। এমনকি এলাকায় পরিচিত ক্ষুদ্র মাদক কারবারিরা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অল্পদিনেই ছাড়া পেয়ে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাদের দায়ের করা মামলায় ৫২ শতাংশের বেশি আসামি খালাস পেয়েছে। কারাগার থেকে বের হয়ে আসামিরা ফের একই অপরাধে জড়িয়ে পড়ছে। দেশে মাদক বিস্তারের এটিও অন্যতম কারণ। কাজেই এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। শুধু বাহক নয়, সমন্বিতভাবে গডফাদারদেরও ধরতে হবে। কেননা মামলা করাই যথেষ্ট নয়, মাদক অপরাধীর শাস্তি নিশ্চিত করাটাই বড় বিষয়। মাদক পাঁচার রোধে সীমান্ত এলাকা এবং বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মাদকসেবনের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবককে সন্তানের প্রতি ছোটবেলা থেকেই খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, মাদকের বিস্তার রোধ করতে না পারলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে। কারণ, মাদক হচ্ছে অপরাধের জনক। ধর্ষণ, হত্যা, ছিনতাই, রাহাজানিসহ যত রকমের অপরাধ সমাজে সংঘটিত হয়, সেসবের মূলে থাকে মাদক। মাদকের করাল থাবায় গ্রাস হয় প্রজন্মের পর প্রজন্ম। মাদকের বিস্তার রোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।