আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ২০২৩/২০২৪ অর্থ বছরে তেল বীজ জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যার্টান ভিত্তিক বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ খুরশিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্প দিনাজপুরের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ গোলাম সারওয়ার বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ আনিসুর রহমান অতিরিক্ত পরিচালক দিনাজপুর, দিনাজপুর বীজপ্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এম,এস,এ মোঃ আবদুর রহিম। বক্তব্য রাখেন কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ তোফায়েল আহাম্মেদ ও চাষি মনোরঞ্জন রায়।