পুঠিয়ায় পুকুর খননের হিড়িক পড়েছে। উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সঙ্গে সমঝোতা করে দিনের তুলনায় রাতেই বেশিরভাগ তিন ফসলী জমির উর্বর অংশ কেটে পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক শ্রেনির মাটি ক্ষ্যাকো পুকুর খননকারি দালালরা জমির মাটি বিক্রি করে প্রতিদিন হাজার হাজার আয় করছে। প্রশাসনের নিকট কোনো ব্যক্তি অভিযোগ দিলে এস্কেভেটরের (ভেকুর) ব্যাটারি খুলে আনতে দেখা যায়। পরবর্তি সময়ে দুই/একদিনের ভেতর আবার মোটা অংকের টাকার সমঝোতা করে ব্যাটারি দিয়ে দেওয়া হয় বলে একাধিক অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে জমির আকার পরিবর্তন করে পুকুর খনন করা হচ্ছে। কিন্তু প্রশাসন কোনোরকম কঠোর পদক্ষেপ গ্রহন করছে না। পুঠিয়া উপজেলার প্রায় ১৫টি স্থানে পুকুর খনন এবং মাটি বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে নতুন করে পুকুর করার চুক্তি করার জন্য এক প্রভাবশালী নেতার নিকট,উপজেলা প্রশাসন এবং থানার ওসির সঙ্গে সমঝোতা করার জন্য একাধিক ব্যক্তিকে ঘুরতে দেখা যাচ্ছে। মাটি বিক্রেতা ও পুকুর খননকারীদের নিকট সাধারণ মানুষরা জিম্মি হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট এলাকাবাসীরা বলছে,শুধুমাত্র অর্থের বিনিময়ের কারণে,পুকুর খননের কার্যক্রম কোনো ভাবেই থামছে না। বেশিভাগ তিন ফসলি জমিতেই পুকুর খনন করা হচ্ছে। উপজেলা প্রশাসনকে অভিযোগ দিয়ে সাধারণ মানুষেরা প্রতিকার পাচ্ছেন না। টাকা এবং ক্ষমতার জোরে সবকিছু করা হচ্ছে। সাধারণত পুকুর খননের মাটি কিনছে,ইটভাটার মালিক,নিচু এলাকা ভরাটর কাজে ব্যবহার করার জন্য। খনন করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা কমছে অপদিকে দিনদিন ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। আবার মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুর খননের বিরুদ্ধে জেল জরিমানার করছে। দুই/একদিন বন্ধ থাকার পর পুনরায় সবকিছু সমঝোতা করে আবার পুকুর খননের কাজ করছে। এলাকাবাসীরা বলছেন, যা জরিমানা করা হচ্ছে তা আবার অতি সামান্য পরিমাণ টাকা। স্থানীয়রা জানায়,এখন পুকুর খনন করতে টাকা খরচ হয় না। মাটি বিক্রি করেই পুকুর খননের টাকা উঠে যায়। বর্তমানে যারা মাটি খননকারি দালাল তারা হলো-লতিফ,শিশির, মকবুল,হাফিজুল,রফিক মেম্বর,হাসেম,আলিমুদ্দিন,নয়নসহ ব্যক্তি রয়েছে। পুকুর খননকারিরা বলছেন, পুঠিয়া উপজেলায় চারজন কর্মকর্তার সঙ্গে চুক্তি না করে, একদিনও মাটি খনন করা সম্ভব না। বর্তমানে সবচেয়ে শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পুকুর খননের হিড়িক পড়েছে। শিলমাড়িয়া ইউনিয়নের সুমন পারভেজ বলেন, যেভাবে মাটি কাটা চলছে,এক সময় এই ইউনিয়নে কোনো তিন ফসলি জমি থাকবে না। তারপর,যত্রতত্র পুকুর খননের ফলে আগামীতে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। শিলমাড়িয়ার গোড়াগাছিতে হাসেন সরদার সরকারি বরেন্দ্র সেচ প্রকল্পের পাইপ ওঠায়ে পুকুর খননের কাজ করছে। সংশ্লষ্টরা জানার পরও কোনো রকম তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করেননি। শিলমাড়িয়া টুলটুলিপাড়া গ্রামের মকছেদ আলি বলেন, ইউএনও,এসিল্যান্ড ও থানার ওসির অনুমতি ছাড়া কোনো স্থানে পুকুর খনন এবং মাটি বিক্রি করা কোনো ভাবেই সম্ভব না। শিলমাড়িয়ার সিংহভাগ জমি ইতোমধ্যে পুকুর খনন করা হয়ে গিয়েছে। বাঁকি যে জমি রয়েছে। আর মাটি বহন করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে করা গ্রামীণ সড়কগুলো চোখের সামনে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর যুগান্তরকে বলেন,উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) দুই/একদিন পর পর অবৈধ পুকুর খননকারিদের বিরুদ্ধে অভিযান করে থাকেন। আমরা প্রায় প্রতিদিন অবৈধ পুকুর খননকারিদের বিরুদ্ধে জরিমানা করে আসছি। আগামীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।