আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করতে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন কোমর বেঁধে মাঠে-ময়দানে কার্যক্রম শুরু করেছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ১টি পৌরসভা এবং ১৭টি ইউনিয়নের মোট ৩ লক্ষ ৫৫ হাজার ৯৭৩ জন ভোটারকে ঘিরে মণিরামপুর উপজেলার সর্বত্রে কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিত্যদিন সাধারণ ভোটারদের দরজায় গিয়ে কড়া নাড়ছেন ভোটভিক্ষা, ভালোবাসা, দোয়া ও জনসমর্থন পাওয়ার আশায়। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক কোন দিনক্ষণ ঠিক হয়নি এখনো। তবে, এপ্রিলের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন নির্দেশনা প্রচার হওয়ায় মণিরামপুরে ভোটের ডামাডোল শুরু হয়ে গেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ও পুরুষ তিন পদের প্রার্থীরা মাঠে-ময়দানে নেমে পড়েছেন ভোটারদের মন আকৃষ্ট করতে। যে যেভাবে পারছেন গণসংযোগ করছেন। তিন পদের বিপরীতে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বিশেষ করে চেয়ারম্যান পদে প্রভাষক মোঃ ফারুক হোসেন-এর নাম সর্বত্রে প্রচার বেশি হচ্ছে। তিনি নিত্যদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও দোয়া প্রার্থনা করছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রভাষক মোঃ ফারুক হোসেন একজন ক্লিন ইমেজের লোক। পারিবারিকভাবে তাঁর যথেষ্ট রয়েছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। বিগত কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ না করলেও উপজেলাব্যাপী একজন জনপ্রিয় উদীয়মান নেতা হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। তাঁর বাবা মরহুম গোলাম মোস্তফা ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক। এমনকি তিনি একটানা ২৪ বছর অত্যন্ত সুনামের সহিত দলের এ পদটির দায়িত্ব পালন করেছেন। এক কথায় তিনি এ পদে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ ওই পদে আসতে পারেননি। তাঁর বাবার মৃত্যুর পর প্রভাষক মোঃ ফারুক হোসেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগে দুইবার সাধারণ সদস্য মনোনীত হয়। এ ছাড়া ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, আওয়ামী আইন ছাত্র পরিষদ বিজয় নগর শাখা সেন্ট্রাল ল' কলেজের সভাপতি, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মণিরামপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, মণিরামপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মণিরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদে আদিষ্ট হন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অরাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। রাত-দিন উপেক্ষা করে ছুঁটে চলেন অসহায়, গরীব-দুঃখীদের বিভিন্ন বিপদ আপদের সাথী হিসেবে উপকার করতে। শিক্ষাগত যোগ্যতায় তিনি এম এ পাশ। পরিবারের দুই ভাই এক বোনের মধ্যে তিনি সকলের কনিষ্ঠ সদস্য। বড় ভাই মোঃ কামরুজ্জামান কামরুল মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ৭নং ওয়ার্ড থেকে তিনবার বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর। উপজেলা নির্বাচন অফিস তথ্যমতে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৯৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৬১৫ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৭৬ হাজার ৩৫৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ০২ জন।