রাজশাহীর বাঘায় নাট্যকার পরিচালক শিমুল সরকারের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে ও ইমো হ্যাকার এবং মাদক ব্যবসায়ীদের নির্মুল করার দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে সাড়ে ৪টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের দাদপুর-গড়গড়ি উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদী গানের মাধ্যমে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাট্যকার পরিচালক শিমুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাহাবুদ্দিন, প্রভাষক জিয়াউল হক বাবুল, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, ব্যবসায়ী আনিসুর রহমান চান্দুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নাট্যকার পরিচালক শিমুল সরকারের উপর হামলায় মামলার আসামি শাহীন এবং হাফিজের নেতেৃত্বে এলাকায় ইমো হ্যাকার এবং মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করে। ফলে প্রতিটি মানুষ তাদের কর্মকা-ে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান। অবৈধ ব্যবসা করে তারা আজ শহরে বাড়ি, এলাকায় একাধিক বিঘা জমির মালিক হয়েছেন। তারা দামি মোটরসাইকেলে ঘুড়ে বেড়ান। তারা এই গাড়ি চালানোর জন্য ডাইভারও রেখেছেন। তারা অনেকেই নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেন। উল্লেখ্য, নাট্যকার পরিচালক শিমুল সরকারের উপর ৭ জানুয়ারি রাতে গড়গড়ি বাজারে সন্ত্রাসীরা পৈশাচিক হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেক করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার অধিকাংশ আসামি ইমো হ্যাকার বলে জানা গেছে।