চাঁদপুরে ৬ শতাধিক মানুষকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল কম্বল দিয়েছেন। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে চাঁদপুর আঞ্জুমানে খাদেমুল ইনসান এর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন দুলাল পাটোয়ারীর পিতা গণপরিষদের সাবেক সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল করিম পাটোয়ারী। এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তার পক্ষেই শীতে আমি মানবতার হাত বাড়িয়ে দিলাম। এখানে কম্বল নিতে আসা প্রতিবন্ধী, দুঃস্থ, অসহায় মানুষগুলো কম্বল হাতে পেয়ে খুশি। যা দেখে আমিও খুশি।