বঙ্গোপসাগর উপকূল উপজেলা খুলনার কয়রায় সিএসও নেটওয়ার্র্ক দল ও ইউনিয়ন পরিষদ সদস্যদের দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলায় ডরপ ইভলভ প্রকল্পের আওতায় সোমবার দিনব্যাপী জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল স্মার্ট বাজেট বাস্তবায়নের কৌশল সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের সভাপতি মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি সদস্য বিভূতী ভুষন রায়, মোহা. ইউসুফ আলী। ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যসিলিটেটর রুমানা পারভীন ও হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি ইউপি সচিব আবদুর গনি গাজী, রাড়-লী ইউপি সচিব সঞ্জীব কুমার ঘোষ, মহারাজপুর ইউপি সচিব মো. ফারুক হোসেন সরদার, রাড়-লী ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সঞ্জয় দাশ প্রমুখ। নারীদের কর্ম সংস্থানসহ বাজেট ও বাস্তবায়নের কৌশল এবং সুশীল সমাজের ভূমিকা ইভলভ প্রকল্পের উদ্দেশ্য অর্জনে সকল পদক্ষেপ একে অপরের সাথে শেয়ার করেন। উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলায় মেডিকেল সহকারী নিমাই চন্দ্র মন্ডল, রাড়-লী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম. সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা মহিলা বিষয় প্রতিনিধি রীতা ঢালী, ইউপি সদস্য মো. রফিকুল, বেলাল হোসাইন, ছখিনা বিবি, সিএসও সদস্য নূরুন্নাহার ডরপ ও ডরপ একাউন্স অফিসার সৈয়দ মুহাঃ খলিলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।