যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্ত মঞ্চে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী এবং পুরস্কার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম, কামরুজ্জামান জাহাঙ্গীর। অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে সেলিম রেজা এবং লুবনা তাক্ষী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উচ্চমাধ্যমিকপর্যায়ে যারা পুরস্কার পেয়েছে তারা হল - আকিজ কলেজিয়েট স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় হয়েছে সুমাইয়া আক্তার মিম ও রিফা তাসফিয়া। তৃতীয় ও চতুর্থ হয়েছে গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ থেকে মোঃ নাঈম হোসেন ও নিপু কুমার ঘোষ এবং পঞ্চম হয়েছে ঝিকরগাছা মহিলা কলেজের ইরিন জাহান। মাধ্যমিক স্কুল পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে তারা হলো - বদরুদ্দিন মুসলিম হাই স্কুল থেকে প্রথম হয়েছে তাজিন আফরোজ, দ্বিতীয় হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল থেকে ফারহান নাদিম, তৃতীয় ও চতুর্থ হয়েছে বদরুদ্দিন মুসলিম হাইস্কুল থেকে আবিদ হাসান আব্দুল্লাহ ও সাকিবুজ্জামান সিয়াম, এবং পঞ্চম হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল থেকে সাকিবুল হাসান। বিজ্ঞান প্রকল্প উপস্থাপনে উচ্চমাধ্যমিকপর্যায়ে প্রথম হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল, দ্বিতীয় হয়েছে গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ এবং তৃতীয় হয়েছে শিমুলিয়া ডিগ্রী কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপনে কাজী নাহিয়ান হাসিন আবরার ইতোবা এবং সাআদ বিন আসাদ ইমনের নেতৃত্বে প্রথম হয়েছে ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম হাই স্কুল, দ্বিতীয় হয়েছে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল।