আই এফ আই সি ব্যাংক চালনা বাজার দাকোপ শাখার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে ব্যাংকটির বৌমার গাছতলা চালনা বাজার শাখায় বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শোভাকাংখি ও সুধী সমাজের প্রতিনিধিরা গিয়ে পিঠা উৎসবে অংশ নেন। ব্যাংকটির উপ শাখা ম্যানেজার শেখ তাজবীর রহমান, সেকেন্ড অফিসার জি এম মুজাহিদ হোসেন আগতদের স্বাগত জানান। উপজেলা সাব রেজিষ্টার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ এবং চালনা বাজারের ব্যবসায়ীরা উৎসবে অংশ নেন।