খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী পশ্চিম পাড়ায় সংঘবদ্ধ চোর চক্র বেড়া ও শার্টারের তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। চুরির রহস্য উন্মোচন ও চুরি হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারসহ চোর চক্রের সকল সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জানুয়ারী) বৃষ্টি ভেজা গভীর রাতে একটা সংঘবদ্ধ চোর চক্র দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী পশ্চিমপাড়া নিবাসী মোঃ আশরাফ খানের পুত্র খান আবু তালেবের দোকানের বাঁশের গেটের শিকলসহ তালা ও শার্টারের তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল চুরি করে অবাধে পালিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক আবু তালেব দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘলিয়া থানা দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। মামলা নং ১১, তারিখ ২৬/০১/২০২৪। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার এর নির্দেশনায় ওসি তদন্ত মোঃ ইমদাদ ইমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশ চুরির সাথে জড়িত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে জোর অভিযান শুরু করে। পুলিশ এ চুরি ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য গত বুধবার রাতে সংঘবদ্ধ চোর চক্র দিঘলিয়া উপজেলার পানিগাতী পশ্চিমপাড়া নিবাসী আবু তালেবের দোকানের বাঁশের গেটের ও শার্টারের তালা কেটে দোকানে ঢুকে নগদ ৮ লাখ ৭৭ হাজার টাকাসহ ৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়। বাকী আসামীদের গ্রেপ্তার, চুরি হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে জোর অভিযান ও পরবর্তী কার্যক্রম চলমান আছে বলে দিঘলিয়া থানার ওসি তদন্ত ইমদাদ হোসেন এ প্রতিবেদককে জানান।