শনিবার সকালে যশোরের ঝিকরগাছায় কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে ঝিকরগাছা কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম রুমি সভাপতিত্ব করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সাংবাদিক, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, বীমা কর্মকর্তা মিজানুর রহমান, ইমদাদুল হক রঞ্জু, ঠিকাদার শহিদুল ইসলাম, আবদুস সালাম ডিকু, এমদাদুল হক, আবদুল আলম মোড়ল প্রমুখ। শীতে কম্বল পেয়ে ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম জানান, এই শীতে কম্বল পেয়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাব, সমাজের ধনী মানুষদের দুস্থদের পাশে থাকা দরকার।