আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে। জমকালো আয়োজনে শুক্রবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হয়। শেষে প্রথম খেলায় সিরাজগঞ্জ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশ জয়ী হয়। খেলা শুরুর ২০ সেকেন্ডে ও ১৪ মিনিটে নওয়াপাড়া ফুটবল একাদশের পক্ষে দুটি গোল করেন ১১নং জার্সিধারী খেলোয়াড় শিপন। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে নওয়াপাড়া দলের পক্ষে ৩য় গোল করেন ৯৯নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় বেলাল। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের শিপনের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এর আগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নওয়াপাড়া পৌরসভা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ জালাল হোসেন, আফিল গ্রুপের প্রতিনিধি রাকিব হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ সহ পৌর কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল।