৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বিকালে চাঁদপুর স্টেডিয়ামে ‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট অংশীজন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ মাদক ও অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করেন।