মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে কাহারোল উপজেলায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শ্রমজীবি মানুষের হাকডাক। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দরিদ্র শ্রমজীবি মানুষ এসেছেন কাহারোল উপজেলা আমতলা মোড়ে বেচাকেনার হাটে। সারিবদ্ধভাবে বসে আসেন দোকানের পাশে। এরা প্রত্যেকেই সাথে নিয়ে এসেছেন ব্যাগ অথবা অন্য বস্থায় নিজের ব্যবহারের পোষাকসহ অন্যান্য জিনিসপত্র। প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এখানে প্রায় ২হাজার শ্রমিক কাজের সন্ধানে আসেন। একযুগের বেশি সময় ধরে কাহারোল উপজেলায় কাহারোলে সকাল হতে শ্রম বিক্রির আশায় ছুটে আসেন হাটে। বর্তমানে কাজ কম থাকায় কাজ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন বাড়িতে। শীতকে উপেক্ষা করে শ্রমিকেরা কাজ করছেন মাঠে। বর্তমানে শ্রমিকের দাম আগের তুলনায় অত্যান্ত কম। পাহাড়পুর গ্রামের শ্রমিক শোভা রানী বলেন, বাজারে ২৫০টাকা হাজিরা এতে কাজ করে বাজার করা অত্যান্ত কষ্ট কর হয়েছে। একই কথা বলেন, হেমেন্ত কুমার রায় ৩০০টাকা মুজুরি পেয়ে বাাজরে গিয়ে ঠিকমত কিছু কেনা কাটা করতে পারিনা। তিনি বলেন, বোরো মৌসুম শুরু না হলে শ্রমিকের দাম বাড়বে না। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মল্লিকা রানী শেহান বীশ বলেন, কাহারোল হাটে শ্রমিকেরা কাজ করতে আসে। বর্তমানে মাঠে কাজ কম থাকায় কৃষি শ্রমিকের দাম কম। বোরো মৌসুম শুরু হলে শ্রমিকেরা ৬০০ থেকে ৭০০টাকা মুজুরী পাবে।