মুন্সীগঞ্জের গজারিয়ায় সম্পত্তি দখলের চেষ্টায় ফলজ ও বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গেল সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমান গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, গজারিয়া গ্রামের লুৎফর রহমানের সঙ্গে একই গ্রামের রওশন আরা গংদের তফসিলভুক্ত ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে রওশন আরা গংরা অজ্ঞাত ৫ থেকে ৬ জন লোক নিয়ে তফসিলভুক্ত ভুমিতে গিয়ে বড় আকৃতির ফলজ ও বনজ কর্তন করে। পরে সংবাদ পেয়ে লুৎফর রহমান তাদের বাধা প্রদান করতে গেলে প্রতিপক্ষের লোকজন অশোভন আচরণ করা সহ হত্যার হুমকি প্রদান করে। ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, গজারিয়া মৌজার সিএস খতিয়ান নং-৪২৯, এসএ খতিয়ান নং-৩৪৩, আরএস খতিয়ান নং-৫৭ সাবেক ৮৭, ২১২ হালে ১১২, ১১৩, দাগ নং-১৩৩/৩১৭-০.২১ বাড়ি, দাগ নং-১৩২/৩১৮-০.১৩ নাল, দাগ নং-১৩১/৩৩১-০.২১ নাল, দাগ নং-১৩০/৩৩২-০.৩৮ বাড়ি, মোট ০৪টি দাগে ০.৯৩ এর আন্দরে ০.৫২শতক বিরোধীয় ভূমি। খতিয়ান ৮৭/কাত, জোত-৩১০, আগত খতিয়ান এসএ ৮৭ ও ২১২, আরএস ১১২ ও ১১৩। খরিদ সুত্রে এ সম্পত্তির মালিক তিনি। প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক সম্পত্তি দখল করতে তারা আমার লাগানো ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে। এর আগেও তারা আমার বসত ঘর ভাংচুর ও আমার ছেলে কে তারা মারধর করে। তাদের ভয়ে এলাকার লোকজন কথা বলতে চায় না। ঘটনার বিষয়ে অভিযুক্ত রওশন আরা বলেন, আমরা উচ্চ আদালতে রায় পেয়েছি। তফসিলভুক্ত ভুমি আমাদের। আমরা কাহার গাছ কর্তন করি নাই। সে আমাদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে। এ ব্যাপারে গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।