৫২-তম আন্ত:স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিত্য়া মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে দ্বৈত(বালিকা) ইভেন্টে সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চবিদ্যালয়ের জান্নাতুল ও এমি চ্যাম্পিয়ন এবং এ্কই ইভেন্টে এ এককে একই শিক্ষা প্রতিষ্ঠানের এমি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা ইনডোর ষ্টেডিয়ামে আয়োজিত প্রতিেিযাগিতায় কুসুমপুর উচ্চবিদ্যালয় ব্যাডমিন্টন দ্বৈত এস্বর্ণগ্রাম আর এন এম উচ্চ বিদ্যালয়কে এবং একক এ টঙ্গীবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দেয়। প্রতিযোগিতা শেষে জেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন বিজয়ী ও বিজেতা ক্রীড়াবিদদেও মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন। এ সময় কে.কে গভর্নমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক মো: শহিদুল্লাহ মানিক ,মুন্সীগঞ্জ উচ্চবিদ্যালয়ের আশ্রাফুল ইসলাম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।