মণিরামপুরে ১৫ জন শিক্ষার্থী সার্টিফিকেট পেতে ধর্না দিয়েও মিলছে না তাদের সার্টিফিকেট। উপায়ন্ত না পেয়ে ভূক্তভোগী শিক্ষার্থীরা বিভিন্ন ব্যক্তির নিকট ধর্না দিচ্ছেন। ২০২১ সালে ১৫ শিক্ষার্থী মণিরামপুর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। এরপর তারা উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি ছোট-খাটো চাকুরীর জন্য তাদের দাখিল পাশের মূল সার্টিফিকেট আবশ্যক হয়ে পড়েছে। একারনে তারা সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট বারংবার ধর্না দিয়েও কোন সুফল হয়নি। ভূক্তভোগী শিক্ষার্থী হেলাল উদ্দীন, মুত্তাছিম বিল্লাহ, মোজাম্মেল হক, সাব্বির হোসেন ও আলী হামজা অভিযোগ করে এ প্রতিবেদককে জানায়, সার্টিফিকেটগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছেন। তা না হলে একাধিকবার যোগাযোগ করা হচ্ছে, দেওয়ার জন্য ওয়াদা করছেন, তারপরও দিচ্ছেন না। ফলে চরম ক্ষতির শিকার হচ্ছি আমরা। ভূক্তভোগী মুত্তাছিম বিল্লাহ পিতা আলহাজ¦ নিছার উদ্দীন খান আজম অভিযোগ করে বলেন, তার ছেলের ছোট-খাটো একটি চাকরি হয়েছিল। কিন্তু সার্টিফিকেট না দিতে পারায় শেষ পর্যন্ত বিফলে গেছে তা। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খুব তাড়াতাড়ি ওদের সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। নানান কাজের ভিড়ের কারণে তাদেরকে একটু ঘুরানো হয়েছে।