মণিরামপুরে কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না বাল্য বিবাহ ! বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা-সেমিনারে সচেতনতা করা হলেও বাল্য বিয়ের যেন হিড়িক পড়েছে এ উপজেলাতে। এ সকল বাল্য বিবাহর প্রবণতা বেশি পড়ছে উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠান গুলোতে। উপজেলার গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৮ জন শিক্ষার্থীর বিবাহ হয়েছে গত এক বছরে। সংশ্লিষ্ট সূত্রমতে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কথা মনি, সুরাইয়া, তুবা খাতুন, রিপ্না খাতুন, তানিয়া খাতুন, সুমাইয়া খাতুন, সানজিদা ও সীমা খাতুনের বিয়ে হয় গত এক বছরের মধ্যে। এছাড়াও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তন্নী খাতুন, ঋতুপর্না, আখি দাস ও সনজিতা দাসের বিয়ে হয়েছে সম্প্রতি। হরহামেশা বাল্য বিয়ে হলেও সমাজে কারোর কথা মানছেন না অভিভাবকরা। এরফলে একদিকে বাল্য বিবাহ যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রভাব পড়ছে। মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান জানান, একই অবস্থা তার মাদ্রাসাতেও। তিনি বলেন, হাজার চেষ্টা করলেও বিয়ে ঠেকাতে পারছেন না শিক্ষকরা। কন্যা পক্ষ তাদের পছন্দমতো পাত্র পেলেই বিভিন্ন কৌশলে তারা বিয়ে দিচ্ছে। ধলীগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেন হোসেনও বলেছেন একই কথা। গালদা খড়িঞ্চী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অশোক বিশ্বাসও বলেছেন এমন সমস্যার কথা। এক বছরে ১২ শিক্ষার্থীর বাল্যবিয়ের প্রসঙ্গে জানতে চাইলে গোপ্তিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিম রায় জানান, বাল্য বিবাহ বন্ধ করতে বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে একাধিকবার মিটিং করা হয়েছে। তারপরও কোনভাবে তা ঠেকানো যাচ্ছে না। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল আজিজ সরদার বলেন, একটা ছেলে জুটলে মেয়ের পিতা চুরি করে বিয়ে দিচ্ছে মেয়েকে। বাল্য বিবাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, প্রত্যেকটা ইউনিয়নে সভা-সেমিনার, উঠান বৈঠক অব্যহত রয়েছে বাল্য বিবাহ বন্ধ করার জন্য। এ ছাড়া বাল্য বিবাহর কোন সংবাদ পেলেই এ্যাসিল্যান্ড সহ নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তড়িত ব্যবস্থা নেওয়া হচ্ছে।