রূপসায় এবি ব্যাংক আউটলেট শাখার ঋণ প্রদান ও গ্রহীতাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি করণ গ্রাহক মতবিনিময় সভা ও কাচারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার নৈহাটী ইউনিয়নের কিসমত খুলনা (খোড়ার বটতলাস্থ) মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে এ সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি ব্যাংকের খুলনা ডিভিশন রিজিওনাল ইনচার্জ মো. সিরাজুল ইসলাম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপসা আউটলেট শাখার এজেন্ট অনার মোঃ রবিউল ইসলাম। শেখ ছখিনা খয়বার শিল্পীগোষ্ঠী বেতার শ্রোতা সংঘের সভাপতি শেখ শহীদুল্লাহ্ আল আজাদের উপস্থাপনায় বক্তৃতা করেন প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক মো. খবীরুদ্দীন, দৈনিক সময়ের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, এজেন্ট ম্যানেজার শিমুল হোসেন রনি, কম্পিউটার অপারেটর ফারজানা খাতুন, মার্কেটিং ম্যানেজার ইসরাত আরা মীম। অনুষ্ঠানে এবি ব্যাংক রূপসা আউটলেট শাখার মাধ্যমে নারী উদ্দোক্তা সহ কৃষি খাতে প্রতিজনকে সর্বমোট ২ লাখ টাকা ঋণ প্রধান করা হয়। এছাড়াও রূপসা আউটলেট শাখার মাধ্যমে ঋণ সুবিধা প্রদান করা হয়েছে ফারহানা ফ্যাশন এ- কসমেটিকস্, মুক্তা স্টোর, মিতু ডেইরি ফার্ম, হালিমা ডেইরি ফার্ম, রেজাউল ডেইরি ফার্ম, আবদুর রব স্টোর, লিলি স্টোর, শিউলি স্টোর, জাকিয়া কালার ফিস ফার্ম, সোহেল মৎস্য খামার, ইসমাইল মৎস্য খামার।