রাতের আঁধারে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা, হাটবাজার, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন দিঘলিয়া উপজেলার মানবিক নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। রোববার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান মন্ত্রীর উপহার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ও হাট-বাজারের সড়কে নদীর ঘাটে, তহশীল অফিস এলাকায় এসব কম্বল সুবিধা বঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। একদিকে কুয়াশাচ্ছন্ন শৈত প্রবাহযুক্ত বৃষ্টি ঝরা কনকনে শীতযুক্ত আবহাওয়া। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ বিষয়ে মানবিক ইউএনও এ প্রতিবেদককে বলেন, প্রচন্ড শীতে দিঘলিয়া উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন রাতের আঁধারে আঁধারের মুসাফিরের ন্যায় রূপকথার গল্পের ন্যায়। যা অব্যাহত থাকবে গোটা শীত মৌসুম জুড়ে। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বেচ্ছাসেবী রিয়াজ হোসেন ও সাজ্জাদ হোসেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি যখন যাকে পান তাকে নিয়ে ছুটে চলেছেন ছিন্নমূল এই শীতার্ত এই মানুষের শীত নিবারনে একটা কম্বল গায়ে জটিয়ে দিতে। কেউ কি বুঝে এই কঠিন শীতে এতটুকু ঠাই করে নেওয়া রাতের অন্ধকারে দোকামের পাশে ফুটপাতে অথবা পাকা ঘাটের উপর একটুকু জায়গা বা অবস্থান করে নেয়া মানুষের জীবন যাত্রা?