রাজশাহীর বাঘায় তুহিন হোসেন (৪০) নামের এক যুবক ঋণের দায়ে আত্মহত্যা করেছে। রোববার (২১ জানুয়ারি) পাশে এক আম বাগানে গলায় রশি দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে। তুহিন হোসেন উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। জানা যায়, তুহিন হোসেন সাংসারিক অভাব অনটনের কারণে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের কাছে থেকে টাকা নেয়। এ টাকা পরিশোধ করতে না পেরে বাড়ির পাশে এক আম বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে গাছ থেকে নামিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। এরপর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছেন। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি আমিনুল ইসলাম।