রাজশাহী পুঠিয়ায় রাত হলেই বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে। এই নিয়ে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকাবাসীরা বলছেন,অতীতের চুরি হওয়ার ঘটনাগুলি সঠিকভাবে থানা পুলিশ বাহির না করার জন্য,বর্তমানে এলাকায় একটার পর একটা চুরির ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার সন্ধ্যায় ধোপাপাড়া এলাকায় ধোকড়াকুল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো আহসানুল্লাহ বাড়িতে চুরি হয়েছে। সে জানায়,আমার ভাগিনার বিয়েতে পাবনা জেলায় সকাল এগারোটায় সপরিবার গিয়ে ছিলাম। সন্ধ্যায় বাড়িতে এসে দেখি আমার জানালার গ্রিল কেটে বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণ অলংকার ও নগত টাকা চুরি করেছে। এছাড়াও আমার বাড়িতে বেড়াতে আসা ভাস্তির স্বর্ণ ও ভাস্তি জামাইয়ের এক হাজার দুইশত ইইএস ডলারসহ বিভিন্ন দেশের তার মোট ৫ হাজার মুদ্রা চুরি হয়েছে। নাসির উদ্দিন নামের ব্যক্তি বলেন, অতীতে ধোপাপাড়া এলাকায় প্রায় ৫০টির মতো বাড়িতে চুরি হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো কেউ থানায় অভিযোগ কিংবা জিডি করতে চাই না। কারণ,অতীতে যে চুরির ঘটনা ঘটেছে তা থানা পুলিশ অধ্যবধি একটি চুরি ঘটনা বাহির করতে পারেনি। তাই চোররা সবসময়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আবুল কাশেম বলেন, এই এলাকাটিতে একটি মাদকাসক্ত গ্রুপ চুরির ছিনতাইয়ের ঘটনাগুলি র্দীঘদিন ধরে করে আসছে। থানা পুলিশের গাফিলতির কারণে চুরি বন্ধ হচ্ছে না।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, শুত্রুবার আমার নিকট ফোন করে জানিয়ে ছিল। অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।