রাজশাহীর মোহনপুর উপজেলার বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে দুই যাত্রী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া দক্ষিনপাড়া জামে মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক সিরাজুল ইসলামের ভ্যানে উপজেলার বড়াইল গ্রামের আবদুল কুদ্দুস তার ছেলে আব্দুল্লাহ (৮) মেয়ে নাফিসা খাতুন (১০) একদিলতলা হাটে পান বিক্রয় করে বাড়িতে যাচ্ছিলেন। সকাল ১১ টার সময় বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হয়েছে দুইজন।
নিহতরা হচ্ছেন, ভ্যান চালক মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০), বড়াইল গ্রামের আব্দুল্লাহ (৮)। আহতরা হচ্ছেন, আবদুল কুদ্দুস (৪০) মেয়ে নাফসা খাতুন (১০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, ঘটনা পর মোহনপুর ফাসায় সার্ভিসের কর্মীদের সহযোগিতার আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠনো হয়েছে। লাশ উদ্ধারসহ বাস আটক করা হয়েছে। বিষটি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।