পাবনার ভাঙ্গুড়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির একাংশ এ অনুষ্ঠানের আয়োজন করে। শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান। এ সময় বিএনপি নেতা আহমেদ শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: আবদুল আলিম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম।