দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে আবদুর রাজ্জাক (৩৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে তাঁকে এই সাজা দেওয়া হয়। বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আবদুর রাজ্জাক উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের মো: মোজাম্মেল হক এর ছেলে এবং থানা মার্কেটে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের থানা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আবদুর রাজ্জাককে আটক করা হয়। অভিযান পরিচালনায় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার জুলফিকার আলী, বীরগঞ্জ থানার এসআই শেখ ফরিদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ২ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।