বাগেরহাটের কচুয়ায় ৫২তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কচুয়া বাগেরহাটের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি সরকারি করোনেশন সোহবান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষবৃন্দা। এদিন বিভিন্ন ইভেন্টেস মিলিয়ে চ্যাম্পিয়ান ও রানার্সআপ সহ ৪০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী প্রতিটি ইভেন্টেস এর চ্যাম্পিয়ান ও রানার্সআপ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।